কারবালা ছিল আদর্শ ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই

চন্দনাইশে আহলে বাইতে রাসূল (দ.) ২২তম মাহফিলে বক্তারা

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

কারবালার রক্তাক্ত প্রান্তরে যে ঘটনা ঘটেছিল, তা কেবল ইসলামের ইতিহাস নয়, গোটা মানবজাতির বিবেককে আজও নাড়া দেয়। এই দিনে হযরত মুহাম্মদ (.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) তার পরিবার ও সঙ্গীদের নিয়ে এক অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা কেবল ইতিহাসের নয়, চিরন্তন সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আল হাসনাইন মেমোরিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত চন্দনাইশ পৌরসভার সহযোগিতায় পবিত্র আহলে বাইতে রাসূল (.) স্মারণে ২২তম ঈদে মিলাদুন্নবী (.) ও ইমাম হোসাইন (রা.) কন্‌ফারেন্স ফাউন্ডেশনের উপদেষ্ঠা ফারুক বাহাদুরের সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদীর সঞ্চালনায় গত ৪ জুলাই চন্দনাইশ পৌরসভা কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন চন্দনাইশ পৌরসভা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্‌রাসা পরিচালনা কমিটির সভাপতি এম. আইনুল কবির। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী। প্রধান আলোচক ছিলেন দাওয়াতি ইমানী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আততাহেরি। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’তের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, দক্ষিণ জেলার সভাপতি আল্লামা শাহ খলিলুর রহমান নেজামী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা ইউনুচ তৈয়্যবি যুক্তিবাদী, দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌস আলম খান আলকাদেরী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, এনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহি, এড. দোলোয়ার হোসেন, ডাঃ নুরুল আবছার খান, মুহাম্মদ শাহেদ, ফরিদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ আয়ুব তাহেরী। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসেগুনবাগান তা’লীমুল কুরআন কমপ্লেক্সে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট বোয়ালখালী উপজেলা শাখার সমাবেশ