কারফিউতে আটকে পড়া কয়েকশ অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। গত মঙ্গলবার বহদ্দারহাট এলাকায় তার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
এই উদ্যোগ সম্পর্কে মেয়র বলেন, কোমলমতি ছাত্রদের সরলতার সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও কৌশলী নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র ভেস্তে গেছে। সাধারণ ছাত্ররা প্রকৃত অবস্থা বুঝতে পেরে আন্দোলন থেকে সরে গেছে। তাদের অপচেষ্টার কারণে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষেরা। এজন্য কারফিউতে সঙ্কটে থাকা শ্রমজীবী মানুষদের মাঝে খাবার বিতরণের এ উদ্যোগ নেয়া হয়েছে।
সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানিয়ে মেয়র বলেন, কারফিউতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের কষ্ট লাঘবে বিত্তবানরা এগিয়ে আসলে তাদের কষ্ট লাঘব হবে, আমরা এগিয়ে যাব সুখী সমাজ গঠনে। প্রেস বিজ্ঞপ্তি।