কারণ দর্শাও নোটিসের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:০৯ অপরাহ্ণ

বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার অনেক পরে অবশেষে কারণ দর্শাও নোটিসের জবাব দিয়েছেন। বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান রোববার রাতে নিশ্চিত করেন এটি। ‘উনি জবাব দিয়েছেন। আমি আসলে অন্যান্য অনেক কাজ নিয়ে ব্যস্ত, তাই সেই জবাবটা এখনও দেখতে পারিনি। তবে যারা দেখেছেন, তাদের কাছ থেকে শুনেছি যে ইতিবাচক জবাবই দিয়েছেন তিনি। আমি তো অবশ্যই দেখব। দেখার পর আমরা আমরা পরবর্তী পদক্ষেপ ভাবব ও আপনাদেরকে বিস্তারিত জানাব।’ ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু রোববার দুপুরে পেরিয়ে যায় ৭২ ঘণ্টা। পরে তার কাছ থেকে জবাব মেলে। প্রক্রিয়া অনুযায়ী, কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার পর বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি তা খতিয়ে দেখে পরে বোর্ডে সুপারিশ করবে পরবর্তী পদক্ষেপ নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধদুই সেঞ্চুরির ম্যাচে জিতলো রংপুর