নগরীর বিজিএমইএ ভবনের মাহাবুব আলী হলে কারখানার কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে তিনমাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ এবং সরকারের স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) উদ্যোগে সম্পন্ন হওয়া প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিএমইএ চট্টগ্রামের এনজিও বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ, কমিটির সদস্য ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, আরশাদ উর রহমান ও কাজী মো. শফিকুল ইসলাম (টিটু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআইসিআইপি–বিজিএমইএ প্রকল্পের কো–অর্ডিনেটর আশফাকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইসিআইপি–বিজিএমইএ প্রকল্পের কো–অর্ডিনেটর (ফাইন্যান্স) শেখ মো. নাজমুল আলম পলাশ। অনুষ্ঠানে ৮০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এর মধ্যে এসআইসিআইপি–বিজিএমইএ প্রকল্পের অধীনে দেশ গার্মেন্টস লিমিটেডে’র দুই ব্যাচের ৩০ প্রশিক্ষণার্থী ‘এডভান্সড স্যুইং মেশিন মাল্টি স্কিল’র উপর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।











