কারখানা বন্ধের প্রতিবাদে সিইপিজেডে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদের গতকাল সকালে বিক্ষোভ করেছেন প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকরা। এ সময় বন্ধ হয়ে যাওয়া প্যাসিফিক ক্যাজুয়ালসের পাশে প্যাসফিক জিন্সের অপর প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশনের শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, প্যাসিফিক ক্যাজুয়ালসের শ্রমিকেরা এনএইচটি ফ্যাশনের ফ্যাশনের শ্রমিকদের কারখানা বন্ধ রেখে তাদের সাথে আন্দোলনে তাদের সাথে যোগ দিতে বলে। এ সময় কয়েকজন আন্দোলনরত শ্রমিক ক্ষুব্ধ হয়ে এনএইচটি ফ্যাশনের শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, ঘটনার পর আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। ওনারা দুইতিন দিন পর কারখানা চালু করবেন বলে জানিয়েছেন। এছাড়া প্যাসিফিক ক্যাজুয়ালসের শ্রমিকেরা আমার কাছে একটি চিঠি দিয়েছেন। আশা করি বন্ধ কারখানা পুনরায় চালু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদেড় লাখ ছুঁই ছুঁই সোনার ভরি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫