চট্টগ্রামের বরেণ্য ক্রীড়া সংগঠক, আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, মুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহমেদ (৭৬) গতকাল সকালে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ যোহর আগ্রাবাদ হাজিপাড়াস্থ বাসভবন প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সভাপতি জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক অধ্যক্ষ প্রফেসর শায়েস্তা খান, আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল নিবেদিত এ ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।