কামড়ে ১০ জনকে আহত, পিটিয়ে শিয়াল মারল জনতা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

আনোয়ারায় শিয়ালের কামড়ে ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ শিলাইগড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

আহতরা হলেন মো. রাজিব (৪২), জান্নাতুল ফেরদৌস (৩৭), হাসিনা আক্তার (৬৫), নেহা (৩৭), জোসনা আকতার (৩২), মো. হাসেম (৪৯), তানজিনা আকতার (৩৭), নুর আয়শা (৬০) ও মনির (২০)। বিষয়টি নিশ্চিত করেন বারখাইন ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামসুল আলম।

দক্ষিণ শিলাইগড়া গ্রামের বাসিন্দা এয়াকুব জানান, শুক্রবার সকালে একটি শিয়াল আমাদের গ্রামে প্রবেশ করে নারীসহ ১০ গ্রামবাসীকে কামড়ে আহত করে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে এলাকাবাসী শিয়ালটি পিটিয়ে হত্যা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. ইমরান জানান, সকাল ৭টার দিকে শিয়ালের কামড়ে আহত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধতুচ্ছ ঘটনা, ছুরিকাঘাতে তরুণ খুন
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে ১২ জনের মৃত্যু