কাভার্ডভ্যান থেকে মালামাল আত্মসাৎ ৫ লাখ টাকার টায়ারসহ গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর হতে সিল করা কাভার্ডভ্যান যোগে গাজীপুরে নেওয়ার পথে ফৌজদারহাটে ৩৭ লাখ টাকার মালামাল আত্মসাতের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধৃতরা হলেনমোহাম্মদ নাঈম উদ্দীন নয়ন (২৫), জাকির হোসেন (৫২), নুর মুহাম্মদ তাসপিন (৩১) ও শেখ আবু মুছা পাবেল (৩৪)

গতকাল পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ে প্রেস কনফারেন্সে জানানো হয়, পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক মামলার তদন্ত গ্রহণের ১২ ঘণ্টার মধ্যে ৫ লক্ষ টাকার টায়ার উদ্ধার ও চার জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধ১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু