কাবুলে বিকট শব্দে বিস্ফোরণ

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে গত বৃহস্পতিবার রাতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার সরকার। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স(সাবেক টুইটার) এক পোস্টে বলেন, কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কেউ উদ্বিগ্ন হবেন না, সবকিছু ঠিক আছে। ঘটনাটির তদন্ত চলছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর বাংলানিউজের।

সূত্রগুলো জানিয়েছে, কাবুলের আবদুল হক স্কয়ার এলাকায় একটি ল্যান্ড ক্রুজার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের বরাতে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, বিস্ফোরণের পর আবদুল হক মোড়টি বন্ধ করে দেওয়া হয়, ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানীতে দুই দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণ দুটি ঘটে। এএফপির এক সাংবাদিক জানান, কাবুলের রাস্তায় বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা গাড়ি তল্লাশি করছেন।

পূর্ববর্তী নিবন্ধদর্শকদের অভিযোগের জবাব দিলেন দীপা খন্দকার
পরবর্তী নিবন্ধফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি