বিয়ের কাবিনে অর্থের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিবাহ রেজিস্ট্রার (কাজী) ইউসুফ আলীকে জিজ্ঞসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এ ঘটনা ঘটে ঢাকার ধামরাইয়ে। বিডিনিউজ
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিশকাত শুকরানা আজ রবিবার (৬ ডিসেম্বর) পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
গত ৩ ডিসেম্বর বিকেলে ধামরাই পৌরসভার চন্দ্রাইল থেকে ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই মো. একেএম সাইদুজ্জামান।
কিন্তু মামলার নথি প্রস্তুত না হওয়ায় সেদিন কাজী ইউসুফকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এবং বিষয়টি আজ রবিবার শুনানির জন্য রাখেন।
সেই অনুযায়ী আজ রবিবার ইউসুফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন আইনজীবী সহিদুল ইসলাম।
তিনি বলেন, “আসামি ঘটনার সঙ্গে জড়িত নন। অহেতুক হয়রানির জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার দিন তিনি ঐ স্থানে উপস্থিত ছিলেন না।”
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ইউসুফকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
৪৫ বছর বয়সী ইউসুফ আলী ধামরাই পৌর এলাকার ধামরাই দক্ষিণ পাড়ায় থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি ঐ এলাকায় বিয়ে নিবন্ধনের কাজ করে আসছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ, প্রায় এক মাস আগে বিয়ে হয়েছে এমন এক নারীর কাবিননামায় দেনমোহরের অংক ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রলোভন দেখিয়ে ঐ নারীকে তিনি নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন।
পেশায় পোশাক কারখানার শ্রমিক ঐ নারী গত ৩ ডিসেম্বর থানায় মামলা দায়ের করলে পুলিশ ইউসুফকে গ্রেপ্তার করে।