কাবাডি সিরিজে নেপালকে হারিয়ে শেষটা রাঙাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

প্রথমার্ধে বিবর্ণ দেখা গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শুরুতে পিছিয়ে পড়লেও পরে এগিয়ে যায় তারা। দারুণ জয়ে স্বাগতিক নেপালকে হারিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ। লোলিতপুরের সাতদোবাতোয় পাঁচ ম্যাচ কাবাডি সিরিজের শেষটিতে ২৮২৩ পয়েন্টে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। তবে সিরিজ হেরে বসেছে তারা আগেই। ৩২ ব্যবধানের এই হার নিয়েই দেশে ফিরতে হবে তাদের। ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমার্ধে ১৪৭ পয়েন্টে পিছিয়ে থাকা তারা। হারের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও দ্বিতীয়ার্ধে আগ্রাসী হয়ে ওঠে শ্রাবণীরা। ঘুরে দাঁড়িয়ে একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকে তারা। শেষ পর্যন্ত ৫ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় ম্যাচ। তাতে প্রথমবারের মতো নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ খেলার অভিজ্ঞতার শেষটা ভালোই হলো বাংলাদেশের মেয়েদের। যদিও সিরিজ জিততে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধওমানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় বাংলাদেশি সাঁতারু রাফির স্বর্ণজয়