আইন অমান্য এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনা করায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় ৯ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা এবং আর্থিক জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ দণ্ডবিধির ২৬৯ ধারায় এই জরিমানা করেছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ ব্যবসায়ীকে ৩ হাজার ৬শ’ টাকা আর্থিক জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরাধীদের একজন তাৎক্ষণিক ৫শ’ টাকা জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
জরিমানার অর্থ ৫শ’ টাকা পরিশোধ সাপেক্ষে পরবর্তীতে মোবাইল ফেরৎ দেওয়া হবে বলে জানানো হয়।