কাপ্তাই সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে পাচারের সময় গতকাল বুধবার ২০০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে ওয়াগ্গাছড়া জোন। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা হবে বলে জোন সূত্রে জানা গেছে।
কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন জোন কমান্ডার লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। জানা গেছে, সন্ত্রাসীরা সংরক্ষিত বন থেকে অবৈধভাবে সেগুন কাঠ কেটে কর্ণফুলী নদী পথে বাঁশের ভেলার সাহায্যে রাতের অন্ধকারে অভিনব পদ্ধতিতে পাচার করছিল। খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করে কাঠগুলো উদ্ধার করা হয়।