কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন থেকে চোলাই মদসহ বিপ্লব বড়ুয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। জানা গেছে, বিপ্লব বড়ুয়া পানির গ্যালনে ভরে ৪৩ লিটার চোলাই মদ পাচার করার জন্য রাইখালীর মাঝিপাড়ায় মজুদ করে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৭ অভিযান পরিচালনা করে মদসহ বিপ্লব বড়ুয়াকে আটক করে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।












