কাপ্তাই উপজেলায় আজ গৃহহীন ৩৫টি পরিবার পাবে নতুন ঠিকানা হিসেবে একটি করে আধাপাকা টিন শেড ঘর। ঘরপ্রাপ্তদের মধ্যে কেউ বিধবা, কেউ স্বামী পরিত্যক্ত, কেউবা ভিক্ষা করেন। এদের কারোরই থাকার ঘর নেই। এতদিন এরা সবাই অন্যের ঘরে, খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করতো। আজ রবিবার থেকে সবাই নিজের ঘরে নিজস্ব ঠিকানায় বসবাস করবেন। ঘর পাবার আনন্দে এরা সবাই বিভোর। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান গতকাল শনিবার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীসহ কাপ্তাই প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘরের একটি রেপ্লিকা সাংবাদিকদের দেখিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্র জনগণের মাঝে এই ঘর বিতরণ করা হবে।