কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি কর্তৃক গতকাল ২৮ লাখ টাকা মূল্যের ৪ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। এসময় সিগারেট ভর্তি একটি এক্স নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার একটি নোহা গাড়িতে করে ৪ হাজার প্যাকেট ভারতীয় ‘অরিস’ সিগারেট পাচার হবে গোপন সূত্রে সংবাদটি বিজিবি আগেই পেয়েছে। সংবাদ পাবার পর বিজিবি সদস্যরা প্রস্তুত থাকেন। নোহা মাইক্রোবাসটি কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরের ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোস্টে আসামাত্র গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়ি তল্লাশি করে ৪ হাজার প্যাকেট ভারতীয় ‘অরিস’ সিগারেটসহ নোহা গাড়িটি জব্দ করা হয়। আটক সিগারেটের মূল্য ২৮ লাখ টাকা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সিগারেট ও নোহা গাড়ি জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী। তিনি বলেন, বিজিবি চেক পোস্টে গাড়ি থামানোর সংকেত দেবার সাথে সাথে পাচারকারীরা বুঝে যায় যে, তারা ধরা পড়ে গেছে। পাচারকারীরা তাৎক্ষণিক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। জব্দ সিগারেট এবং নোহা গাড়িটি কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।