স্বাস্থ্যবিধি না মেনে হোটেল পরিচালনা করায় এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য দোকানে মজুদ রাখায় কাপ্তাই উপজেলায় এক হোটেল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, মুখে মাস্ক না পরে প্রকাশ্যে রাস্তায় ঘোরাঘুরি করায় ৫ জন পথচারীর প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত ৫০ টাকা হারে আর্থিক জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।
কাপ্তাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গাঙচিল নামক হোটেলে অভিযান পরিচালনা করে ঐ হোটেলে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখাসহ নানান অসঙ্গতি দেখতে পেয়ে ভোক্তা অধিকার আইনের ৫১/৫২ ধারায় তাৎক্ষণিক ৪ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে মেয়াদোত্তীর্ণ সকল খাদ্যদ্রব্য ধংস করেন।
এছাড়া মুখে মাস্কবিহীন কলাবাগান এলাকায় ঘোরাঘুরি করে সরকারি আইন অমান্যের অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির ২৬৯ ধারায় ৫ জন পথচারীর প্রত্যেককে ৫০ টাকা হারে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।