কাপ্তাইয়ে স্বাস্থ্যবিধি মানাতে সেনাবাহিনীর টহল

কঠোর লকডাউন

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ১:০২ অপরাহ্ণ

সরকার ঘোষিত কঠোর লকডাউনে জনসাধারণ যাতে অপ্রয়োজনে ঘর থেকে বের না হয়, সবাই যাতে মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, মোড়ে মোড়ে যাতে কেউ আড্ডা না দেয় এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে কাপ্তাই উপজেলার পথে পথে এবং বিভিন্ন এলাকায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
সেনাবাহিনীর পাশাপাশি ৪১ বিজিবি, কাপ্তাই উপজেলা প্রশাসন এবং কাপ্তাই থানার পুলিশকেও বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা যায়।
কাপ্তাই জোন ২৩ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর খন্দকার মোহাম্মদ মাহমুদুর রহমান পিএসসি বলেন, “প্রতিদিন করোনা পরিস্থিতি বিরুপ আচরণ করছে। সারাদেশে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। কাপ্তাই উপজেলায় ইতিমধ্যে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাই পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে সেনাবাহিনী টহল দিচ্ছে।”
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, “মানুষেকে সচেতন করার জন্য সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। বিধিনিষেধ অমান্য করায় ইতিমধ্যে কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। কাপ্তাই উপজেলায় করোনা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছে।”
কেউ বিধিনিষেধ অমান্য করলে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২১
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে করোনা সংক্রমণের রেকর্ড