কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন বালিকা স্কুলে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রজেক্টে অবস্থিত শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গতকাল অনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে। শহীদ শামসুদ্দীন স্মৃতি প্রতিষ্ঠান আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক২ প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফের সভাপতিত্বে এবং শিক্ষক উত্তম কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই শিশু নিকেতন স্কুলের প্রিন্সিপ্যাল রেহানা আক্তার রেখা, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহকারি কমিশনার কাজী মোশাররফ হোসেন। কুইজ প্রতিযোগিতায় ক গ্রুপে বিজয়ীরা হলো সায়মা ইরিন, অহনা বড়ুয়া এবং লাবিবা তাসনিম। খ গ্রুপের বিজয়ীরা হলো জান্নাতুল নাঈম বৃষ্টি, সুমাইয়া তাবাসসুম স্নেহা, মাসিনু মারমা এবং মোহাম্মদ আতিকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধহুম্মাম কাদের বিএনপির মনোনয়ন পাওয়ায় রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমাহবুব উল আলম চৌধুরী ছিলেন পরিশুদ্ধ এক মানুষ