কাপ্তাইয়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় দুইশত প্রতিযোগীর অংশ গ্রহণে আকর্ষণীয় ম্যারাথন প্রতিযোগিতা গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে ৩০জন নারী এবং ১৭০ জন পুরুষ অংশগ্রহণ করেন। চেইজ ট্র্যাক আয়োজিত এবারের ম্যারাথন প্রতিযোগিতার শ্লোগান ছিল ‘সেইভ ওয়াইল্ড লাইফ-সেইভ নেচার’। শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে কাপ্তাই উপজেলার ৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রথমে শুরু হওয়া হাফ ম্যারাথনে (২১ দশমিক ১ কিমি) চ্যাম্পিয়ন হন ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. রাজন মিয়া। প্রতিযোগিতায় ১ম রানার আপ হন গাজীপুরের আব্দুল মমিন এবং দ্বিতীয় রানার আপ হন ইমামুল হক বাপ্পি। এই ইভেন্টে মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হন বগুড়া থেকে আগত মৌসুমী আক্তার। এতে ১ম রানার আপ হন শিল্পী জান্নাত এবং ২য় রানার আপ হন আইরিন আক্তার। ১০ কিলোমিটার পুুরুষদের ম্যারাথনে ১৩০ জন প্রতিযোগী অংশ নেন। এতে চ্যাম্পিয়ন হন কুলাউড়ার আশরাফুল আলম। ১ম রানার আপ হন আখাউড়ার মঈনুল আহমদ এবং ২য় রানার আপ হন চট্টগ্রামের শেখ নাহিদ। এই ইভেন্টে মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হন শবনম আক্তার। প্রথম রানার আপ হন মুবি সুত্রধর এবং দ্বিতীয় রানার আপ হন কিশোরঞ্জের মেয়ে জান্নাত নাহার বিথি। এছাড়া পঞ্চাশোর্ধ বয়সীদের ইভেন্টে চ্যাম্পিয়ন হন সাইফুল আক্তার। এতে ১ম রানার আপ হন জেসমিন আক্তার এবং ২য় রানার আপ হন ডি এ সালাম। প্রতিযোগিতা শেষে শীলছড়ি আনসার ক্যাম্প মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. জাহাঙ্গীর কবির এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ নওজোয়ান ক্লাব ও গ্রীনের ব্যাডমিন্টন কমিটি গঠন
পরবর্তী নিবন্ধএবার কুয়েতকে বড় ব্যবধানে হারিয়ে সেমির পথে বাংলাদেশের যুবারা