কাপ্তাইয়ে ধান কাটা উৎসব শুরু

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৪১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা কৃষক লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ধান কাটা উৎসব শুরু হয়েছে। উপজেলার চন্দ্রঘোনা রেশম বাগান এলাকায় এই ধান কাটা উৎসবের আয়োজন করা হয়। রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার উৎসব উদ্বোধন করেন। কৃষক লীগ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব লীগ এবং মহিলা লীগের সকল নেতৃবৃন্দ ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন।

কৃষক লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ধান কেটে কৃষকের ঘরে ঘরে পৌঁছে দেন। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা শামশুল আলম চৌধুরী বলেন, এবার ব্রিধান১০০ এর ফলন খুব ভালো হয়েছে। কিন্তু শ্রমিকের সঙ্কট থাকায় জমিতে ধান পেকে গেলেও কৃষক কাটতে পারছিলনা। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা জানান, আমরা কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছি। এতে কৃষক উপকৃত হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। ধান কাটা উৎসবে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম তালুকদার, উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআবুধাবীতে স্থায়ী দূতাবাসের জায়গা পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে