কাপ্তাই উপজেলার সৈয়দ শামসুদ্দীন আহম্মেদ তিবরীজি স্মৃতি সংসদ আয়োজিত তোফাজ্জল হোসেন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা গতকাল বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে তরুণ সংঘ এবং টাইগার স্পোর্টিং ক্লাবের নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হয়। পরে টাইব্রেকারে টাইগার স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। এই সময় ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার মো. একরাম, কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলা পরিচালনা করেন মো. চৌধুরী।












