কাপ্তাইয়ে ৪১ বিজিবির উদ্যোগে জোন সদর দপ্তরে সম্প্রতি স্থানীয় গরিব নারী পুরুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব প্রদান করেন।
তিনি বলেন, ৪১ বিজিবির উদ্যোগে স্থানীয় গরিব জনগণের মাঝে প্রতি মাসে আর্থিক অনুদান ও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় সমপ্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এসব অনুদান প্রদান করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।