কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আগামীকাল শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। এতে ভোক্তাদের স্বার্থ সুরক্ষা বিষয়ে আলোচনা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য, হেডম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত থাকবেন।