কাপ্তাইয়ের বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব ও আনন্দ মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. একরাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনদীশ চন্দ্র দাশ। অনুষ্ঠানের প্রধান অতিথি মো. দিলদার হোসেন বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধসিসিপিএ স্ট্যান্ডার্ড রেটিং উন্মুক্ত দাবা কাল শুরু
পরবর্তী নিবন্ধনেপালকে হারিয়ে কাবাডি সিরিজ বাংলাদেশের