কাপ্তাইয়ে অবস্থিত বিভিন্ন স্কুলের অংশ গ্রহণে স্কুল ভিত্তিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল সোমবার। উপজেলা সদর বরইছড়িতে আয়োজিত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। গতকাল কেপিএম স্কুল, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়াগগা উচ্চ বিদ্যালয়, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়, বরইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়, বিএন স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, দাবা হলো বুদ্ধির খেলা। বর্তমান প্রযুক্তির দৌড়ে গা ভাসাতে গিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলাধুলা থেকে দুরে সরে যাচ্ছে। বেশিরভাগ ছাত্রছাত্রী মোবাইলে, ইউটিউবে ডুবে থাকছে। সেই তুলনায় কাপ্তাই উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দাবা, হাডুডু, সাঁতার ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এটাকে তিনি ছাত্রছাত্রীদের মানসিক ও শারিরীক বিকাশে সহায়ক বলেও মন্তব্য করেন তিনি ।