কাপ্তাইয়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক গতকাল বুধবার স্থানীয় দরিদ্র ও অসহায় নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের হাজাছড়া আনসার ক্যাম্প এলাকার দুর্গম হরিণছড়া মুখ পাড়ায় বসবাসকারী গরীব ও দুঃস্থ জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষা করেন ১০ আর ই ব্যাটালিয়ন মেডিকেল অফিসার। এসময় ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মুনতাসিমসোবহানি শিকদার রোগীদের স্বাস্থ্য সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি বলেন, সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় প্রতিমাসে দরিদ্র রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। জনস্বার্থে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের রাজনীতি : গণভোট চায় ছাত্র অধিকার পরিষদ
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দীন মেম্বার