কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটের ফাইনাল খেলা গতকাল বুধবার কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উচ্চ বিদ্যালয় বনাম বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী হাইস্কুলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নুরুল হুদা কাদেরী স্কুল ১৭ রানে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ওয়াগগা উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মঝে ট্রফি বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী ও একাডেমিক সুপারভাইজার সোশ্যাল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাপ্তাই হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, শহীদ শামসুদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাচিং প্রু মারমা, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর নবী, তৈয়্যবিয়া সুন্নিয়া নুরিয়া মাদ্রাসার সুপার কাজী জাফরুল ইসলাম, ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টচার্য্য, রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন প্রমুখ।