কাপ্তাইয়ে শীতকালীন ক্রীড়ার ক্রিকেটে নুরুল হুদা কাদেরী স্কুল উপজেলা চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

৫২তম শীতকালিন ক্রীড়ার ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা কাপ্তাই উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ তনচংগ্যা। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফিজুল হক। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, কাজী মোশাররফ হোসেন, সহকারি প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এবং প্রধান শিক্ষক ক্যাওলাচিং মারমা প্রমুখ। পরে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডের বিপক্ষে টিকে থাকার লড়াই আজ বাংলাদেশ যুবাদের