কাপ্তাই উপজেলায় গতকাল সোমবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে ৫২তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, শহীদ শামসুদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার নাথ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ ওভারের ক্রিকেট খেলা কাপ্তায় উচ্চ বিদ্যালয় বনাম নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পূর্বে উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন মাঠে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। ক্রিকেট খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় ৯ উইকেটে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ তনচংগ্যা।