কাপ্তাই জোন ৫৬ ইস্ট বেংগলের উদ্যোগে আয়োজিত জোন কমান্ডার স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শিশু নিকেতন বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় কাপ্তাই উপজেলা ছাড়াও রাঙ্গুনিয়া, রাউজান এবং হাটহাজারী উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে সাধারন গ্রেডে বৃত্তি পায় ৮৬ জন এবং ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৬ জন। কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল নূর উল্লাহ জুয়েল প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিশু নিকেতন বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা এবং বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী।