কাপ্তাইয়ে বিষপানে গৃহকর্মীর মৃত্যু মামলা দায়ের

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় বিষপানে জোনাকী আক্তার (২০) নামক এক গৃহকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জোনাকীর মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে তার বাবা মিজান মিয়া (জাফর) কাপ্তাই থানায় প্রতিকার চেয়ে মামলা করেছেন। জানা গেছে, জোনাকী আক্তার কাপ্তাই প্রজেক্ট এলাকার রাইট ব্যাংক নামক স্থানে স্থানীয় বিদ্যুৎ মেকানিক ইব্রাহিম রানার বাসায় গৃহকর্মী হিসেবে গত ৪ মাস ধরে কাজ করতো। গত ৫ জানুয়ারি জোনাকী আক্তার বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল জোনাকী মৃত্যু বরণ করেন।

এ ব্যাপারে কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম আজাদীকে বলেন, জোনাকীর মৃত্যুর খবর শুনেছি। এই ঘটনায় তার বাবা কাপ্তাই থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধট্রাক থেকে ঝরে পড়া মাটিতে ঝুঁকিপূর্ণ সড়ক
পরবর্তী নিবন্ধচসিকের প্রকৌশলীদের নিয়ে জিপিএইচ ইস্পাতের সেমিনার