রাঙামাটির কাপ্তাই উপজেলায় জোনাকি আক্তার (২০) নামে বিষপান করা এক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। জোনাকি কাপ্তাই প্রজেক্ট এলাকার মিজান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোনাকি পার্শ্ববর্তী বাড়ির মো. ইব্রাহিম রানার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। গত ৫ জানুয়ারি রাতে কিশোরী জোনাকি বিষপান করে। পরে যে বাসায় কাজ করতো ওই বাসার গৃহকর্তা চিকিৎসার জন্য কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জোনাকি।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) মো. শাহীনুর রহমান জানান, কাপ্তাই প্রজেক্ট এলাকার ওই কিশোরী বিষপান করেছিল ৫ জানুয়ারি। গতকাল রাতে মারা গেছেন।