কাপ্তাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বিএফআইডিসি স্কুল চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৪২ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। কাপ্তাই ইউনিয়নে অবস্থিত বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫১ গোলের ব্যবধানে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন। খন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, আঁখি তালুকদার, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন চৌধুরী, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ। বন বিভাগের পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের হাতে একটি করে গাছের চারা উপহার হিসেবে প্রদান করেন কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ফিদে শততম বর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টের সমাপনী
পরবর্তী নিবন্ধফেলপসের রেকর্ড ভেঙে সোনা জিতলেন ফ্রান্সের তরুণ