কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের ফলে মুরালিপাড়া এলাকার কয়েকটি পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কাপ্তাই ৪১ বিজিবির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার মুরালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ করেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া। উপস্থিত ছিলেন বিজিবির উপঅধিনায়ক মেজর মো. লতিফুল বারী, ৩নং মুরালী পাড়া ওয়ার্ড মেম্বার অংচপ্রু মারমা, প্রাক্তন মেম্বার আপাই মারমাসহ স্থানীয় ব্যক্তিবর্গ। বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া বলেন, এখন লাগাতার ভারী বর্ষন চলছে। এরকম বৃষ্টি চলমান থাকলে আরো পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তিনি ঝুঁকিতে বসবাসকারী সবাইকে ভারী বৃষ্টির সময় নিরাপদে অবস্থানের পরামর্শ দেন। পাশাপাশি পাহাড় ধসসহ যে কোন দুর্যোগপূর্ণ মুহুর্তে ৪১ বিজিবিকে দ্রত খবর জানানোর জন্য স্থানীয় ইউপি মেম্বারসহ সকলের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধসনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শাহজাহান চৌধুরীর মতবিনিময়
পরবর্তী নিবন্ধবাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যার কথা ‘সঠিক নয়’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়