কাপ্তাইয়ে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই মেলায় অংশ নেয়। মেলায় প্রদর্শনের জন্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে প্রয়োজনীয় ও সময় উপযোগী উদ্ভাবন তৈরি করে মেলায় প্রদর্শন করার জন্য নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার এবং আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে উদ্ভাবন গুলো প্রত্যক্ষ করেন। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি এবং কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ রাশেদুজ্জামান ইমরান। প্রধান অতিথি বলেন, এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরে অনেক অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে। এখান থেকে বিজয়ীরা জেলা পর্যায়ে যাবে। বিজয়ীরা জাতীয় পর্যায়ে গিয়ে জাতীয় বিজ্ঞান মেলায় অংশ নেবার সুযোগ পাবে। এরাই একদিন দেশ ও জাতির কল্যাণে কাঙ্খিত ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধসুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সভা
পরবর্তী নিবন্ধগৃহিণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন