কাপ্তাইয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির অংশ গ্রহণে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা , আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, হেডম্যান, কার্বারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই ইউপি চেয়ারম্যান মো. আবদুল লতিফ এবং উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ। সভায় বক্তাগণ তামাক নিয়ন্ত্রণে আরো বেশি কার্যকর ভূমিকা রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, কাপ্তাইয়ে তামাক ও মাদক দ্রব্য উৎপাদন এবং নিয়ন্ত্রণ করতে প্রশাসন কঠোর অবস্থান নেবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।