কাপ্তাইয়ে গ্রীষ্মকালীন হাডুডু প্রতিযোগিতায় ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার হাডুডু খেলার ফাইনাল গতকাল মঙ্গলবার কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয় বনাম লোটাস শিশু সদন স্কুলের মধ্যকার হাডুডুর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খেলা শুরুর সাথে সাথে ভারী বৃষ্টি আরম্ভ হয়। প্রচন্ড বৃষ্টির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা। সহযোগিতায় ছিলেন পাহাড়িকা স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ নুর নবী এবং কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাওচিংপ্রু মারমা, ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার কাজী জাফরুল ইসলাম, শহীদ শামসুদ্দীন বালিকা বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। খেলা শেষে প্রধান অতিথি মোঃ মহিউদ্দিন বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধমাহমুদউল্লাহর আনন্দ ও হতাশার দুটি ম্যাচ
পরবর্তী নিবন্ধসভাপতি পদে মূল লড়াই ইমরুল হাসান ও তাবিথ আওয়ালের মধ্যে!