কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৭ দোকান

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার শিল্প এলাকায় গতকাল সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিস এবং বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৭টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, দুপুর প্রায় ১টার সময় দোকানে আগুন লাগে। সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত্র হতে পারে। তবে আগুন লাগার সাথে সাথে প্রথমে স্থানীয় জনগণ এবং বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কাপ্তাই দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. শাহদাত হোসেন বলেন, যে দোকান গুলোতে আগুন লাগার ঘটনা ঘটেছে সেগুলো বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। দোকান বন্ধ থাকার কারণে ক্ষতির পরিমান কম হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় অপহরণ চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিটি মেয়রের কানাডা যাত্রা