কাপ্তাইয়ে অংশীজনের সাথে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

তথ্য জানা ও তথ্য প্রদানের অধিকার

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় জনগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য আইন অধিকার২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ে অংশীজনের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান। উপজেলা মিলনায়তন কিন্নরিতে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো, রুহুল আমিন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান বলেন, তথ্য জানা এবং তথ্য প্রদান করা বাধ্যতামূলক। কিন্তু আমরা কোন তথ্য জানতে পারব এবং কোন তথ্য প্রদান করা যাবে সে বিষয়ে নীতিমালাও আছে। রাষ্ট্র, কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির ক্ষতি হতে পারে, অথবা উদ্দেশ্য মূলকভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার উদ্দেশ্যে তথ্য চাইলে তা প্রদান করা যাবে না। আবার সরকারের উন্নয়ন পরিকল্পনা কি, স্থানীয় সরকার অধিদপ্তর কর্তৃক কতগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছে, গৃহীত প্রকল্পের ব্যয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও অগ্রগতি ইত্যাদি বিষয়ে যে কেউ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাইতে পারেন। আবার তথ্য জানতে চাওয়ার সাথে সাথে তথ্য পাওয়া নাও যেতে পারে। তথ্য দিতে যথাযথ সময় দিতে হবে। যে তথ্যের উত্তর দিতে শতশত কাগজের ফটো কপি দিতে হবে বা শতশত কাগজের ফটোকপিসহ তথ্য চাইলে ক্ষেত্রবিশেষে এমন তথ্য দিতে সময় লাগতে পারে অথবা সেরকম তথ্য নাও পাওয়া যাইতে পারে। তবে যেসব তথ্য জানা এবং প্রদান করার ক্ষেত্রে কোন জটিলতা নেই বা হবার সম্ভাবনাও নেই সেরকম তথ্য অবশ্যই যে কেউ চাইতে পারেন এবং সংশ্লিষ্ট দপ্তর সেই তথ্য দিতে বাধ্য।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ সমিতি চট্টগ্রামের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধ‘আমার সোনার টুকরা ছেলেটা আর ফিরে আসেনি’