কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৮ ফুট মীন সি লেভেলের বেশি হওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গত ৫ আগস্ট সকাল থেকে কাপ্তাই লেকের পানি ছাড়া শুরু করেছিল। প্রথমে ১ ফুট এবং শেষ পর্যন্ত সাড়ে ৩ ফুট উচ্চতায় লেকের ১৬টি গেইট খুলে বাড়তি পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে কাপ্তাই লেক থেকে পানি ছাড়া বন্ধ করা হবে।
গতকাল সোমবার রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান আজাদীকে বলেন, গত ৩ দিন কাপ্তাই এবং রাঙামাটিতে বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ায় এবং অনবরত পানি ছাড়ার ফলে কাপ্তাই হ্রদে পানির লেভেল বর্তমানে ১০৭.৫ ফুট উচ্চতায় নেমে এসেছে। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সচল রেখে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখায়ও লেকের পানির লেভেল কমতে থাকে। তাই বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামীকাল (আজ) সকাল ৭টা থেকে কাপ্তাই হ্রদের পানি ছাড়া বন্ধ রাখা হবে।
তবে আবার ভারী বৃষ্টি হলে এবং পানির লেভেল পুনরায় ১০৮ ফুট মীন সি লেভেল অতিক্রম করলে আবারো স্পিলওয়ের গেট খুলে দেওয়া হবে।