কাপ্তাই হ্রদে একটি বালুভর্তি বোট ও একটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে স্পিডবোটের ৭ যাত্রী আহত এবং ২ জন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে বাঘাইছড়ির দূরছড়ি থেকে ছেড়ে আসা স্পিড বোট এবং রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোটের মুখোমুখি সংঘর্ষে লংগদুর কাট্টলীর গাছ টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
লংগদু থানা পুলিশ জানিয়েছে, স্পিড বোটে চালকসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সাতজন আহত এবং বাকি দুইজন হ্রদে নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন লিটন চাকমা (২০) এবং এলোমিনা চাকমা (২০)। দুজনই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বোট চালক নজরুল ইসলাম বলেন, বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্পিড বোটটি আমার বোটের কাছাকাছি চলে এসেছে। চোখের পলক না ফেলতেই সেটি আমাদের বোটকে ধাক্কা দিয়ে উল্টে যায়। স্পিড বোট চালক রিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখে কিছু একটা পড়লে এক হাতে তা পরিষ্কার করতে গিয়ে মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। রাঙামাটি থেকে ডুবুরি দল আসছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।