কাপ্তাই সড়ক প্রশস্ত করুন এবং সড়কের দুই পাশে হাঁটার পথ রাখুন

| শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কাপ্তাই সড়ক দিয়ে কয়েকটি উপজেলার মানুষ চট্টগ্রাম শহরে যাতায়াত করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ রাউজান, রাঙ্গুনিয়া,কাপ্তাই, রাজস্থলী। সম্প্রতি এই সড়কের দুইপাশে ৫ ফুট করে প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। অর্থাৎ আগে রাস্তার পাশে মানুষের হাঁটার যে জায়গা ছিল তাতে এখন রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। যার ফলে, স্থানীয় লোকজন বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা পায়ে হাঁটার আর জায়গা থাকছে না। যার কারণে বাড়তে পারে দুর্ঘটনা আর প্রাণহানি। প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার গাড়ি এই সড়কে চলাচল করে। দক্ষিণ রাউজান ও দক্ষিণ রাঙ্গুনিয়ায় রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অনেকেই সড়কপথে চলাচল করে। অনেকে বাজার করতে স্থানীয় বাজারে যায়। কাপ্তাই রাঙ্গামাটি পর্যটন এলাকায় এই পথ দিয়ে যাতায়াত হয়। শীত মৌসুমে অসংখ্য পিকনিকের গাড়ি এই সড়কে চলাচল করে। সড়ক কর্তৃপক্ষের এই বিষয়টি ভেবে দেখা উচিত। রাস্তার পাশে যদি মানুষের হাঁটার জায়গা না থাকে তখন মানুষ ব্যস্ত রাস্তায় হাঁটবে। তখন ঘটবে ভয়াবহ দুর্ঘটনা। সড়ক বিভাগের উচিত হবে, রাস্তা প্রশস্তকরণের পাশাপাশি রাস্তার দুই পাশে মানুষের চলাচলের জন্য রাস্তা করে দেওয়া।

সাইফুদ্দিন সাকিব

গুজরা নোয়াপাড়া,

রাউজান, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআলী ইমাম : শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধজন্মদিন আসা মানে