কাপ্তাই সড়কের পাশে ডোবায় গিয়ে পড়ল মালবাহী কাভার্ডভ্যান

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৮:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর মিয়ারঘাটার কাছে একটি পানীয় জাত দ্রব্য বহনকারী কাভার্ডভ্যান পাশের ডোবায় গিয়ে পড়েছে। আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নোয়াপাড়ামুখি গাড়িটির চালক বেপরোয়া গতিতে এসে একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে ডোবার মধ্যে পড়ে যায়। এ সময় চালকের সাথে দুইজন বসা ছিল। গাড়িতে ডোবায় পড়ে উল্টে গেলে তিনজন বেরিয়ে এসে গাড়ি ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছে, আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ আহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই টুটুন মজুমদার বলেছেন, বেপরোয়া গতিতে গাড়িটি চালানোর কারণে চালক ডোবায় গাড়িটি নিয়ে পড়েছে। ঘটনায় আহত হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে কেএনএফের ১ সদস্য কারাগারে
পরবর্তী নিবন্ধগতির ঝড় ঠেকাতে সীতাকুণ্ড মহাসড়কে হাইওয়ে পুলিশের ২৩ মামলা, জরিমানা