কাপ্তাই লেকে পানির চাপ ৪ দিন ধরে পানি ছাড়া হচ্ছে কর্ণফুলীতে

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

কাপ্তাই লেকে অনবরত পানির চাপ বাড়ছে। বর্তমানে লেকের পানি ধারণ ক্ষমতার প্রায় সর্বোচ্চ অবস্থায় রয়েছে। রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী লেকে ১০৯ ফুট পর্যন্ত পানি ধারণের ক্ষমতা রয়েছে। বর্তমানে লেকে ১০৮.১৫ ফুট পানি রয়েছে। সাধারণত লেকে পানির উচ্চতা ১০৭ ফুট পর্যন্ত বৃদ্ধি পেলেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের স্পিলের মুখ খুলে দেওয়া হয়। লেকে যাতে ১০৭ ফুটের বেশি পানি না হয় সে জন্যই কর্তৃপক্ষ জনস্বার্থে লেকের পানি ছেড়ে দেবার প্রস্তুতি নেয়।

কিন্তু এবার বৃষ্টির পরিমান বৃদ্ধি পাওয়ায় লেকে পানির উচ্চতাও বাড়তে থাকে। গত ৪ দিন ধরে স্পিলের ১৬টি গেইটের প্রতিটি গেইট ৩ ফুট হারে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ স্পিলের প্রতিটি গেইট দিয়ে ৩ ফুট পরিমাণ পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। আরো সহজ করে বললে স্পিল দিয়ে প্রতি মুহুর্তে ৪৮ ফুট পরিমাণে পানি ছাড়া হচ্ছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, স্পিলের ১৬টি গেইট খোলা রয়েছে। এই ১৬টি গেইটের প্রতিটি গেইট দিয়ে ৩ ফুট হারে পানি অনবরত কর্ণফুলী নদীতে পড়ছে। তবে পানি ছাড়া হলেও লেকের পানি কিন্তু কমছে না। কাপ্তাই লেক তীরবর্তী রাঙ্গামাটি জেলার ৬টি উপজেলার নিম্নাঞ্চল এখনও পানিতে নিমজ্জিত হয়ে আছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে বলেন, লেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ১৬টি স্পিল দিয়ে পানি ছাড়ার পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট দিয়েও বিদ্যুৎ উৎপাদিত হয়ে অনবরত পানি কর্ণফুলীতে পড়ছে।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে প্রায় প্রতিদিন ভারী বৃষ্টিপাত হয়। ভারতের মিজোরামেও এবার প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির সব পানি খাল বিল ও নালা নর্দমা দিয়ে কাপ্তাই লেকে এসে পড়ছে। এছাড়াও কাপ্তাই লেক ঘেঁষে শতশত পাহাড়ি ঝর্ণাধারা রয়েছে। এই ঝর্ণাধারার পানিও কাপ্তাই লেকে পড়ছে। যে কারণে লেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসজুড়ে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলেও সূত্রটি জানিয়েছে। তবে পানি বৃদ্ধির পরিমাণ আরো বাড়লে লেকের পানি ছাড়ার পরিমাণও বাড়ানো হবে বলে জানা গেছে।

সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে কাপ্তাই লেকের পানি ছাড়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধগরু চুরিতে বাধা, খামার কর্মচারীকে ছুরি মেরে পালালো চোর
পরবর্তী নিবন্ধটেকনাফে পরিত্যক্ত ঘর হতে হেরোইন, ইয়াবা ও অস্ত্র উদ্ধার