কাপ্তাই লেকে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে তন্ময় বড়ুয়া (২০) নামে অনার্স ১ম বর্ষের এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে রাঙামাটি পৌরসভার শরীয়তপুর সংলগ্ন বালুচরে এ ঘটনা ঘটে। মৃত তন্ময় বড়ুয়া শহরের রিজার্ভ বাজার ১নং পাথরঘাটার নেপাল বড়ুয়ার সন্তান। সে রাঙামাটি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি স্বীকার করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, ফুটবল খেলার পর বালুচর নামক জায়গায় গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া পানিতে ডুবে মারা যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পে পৃথক সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা নেতাসহ গুলিবিদ্ধ ৩
পরবর্তী নিবন্ধপর্যটক বাসে সাড়া