কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে কাপ্তাই মৎস্য অধিদপ্তর ও মৎস্য উন্নয়ন কর্পোরেশন যৌথ অভিযান পরিচালনা করে দুই হাজার মিটার কারেন্ট জাল এবং ৭টি রিং জাল জব্দ করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান কারেন্ট জাল ও রিং জাল জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে কাপ্তাই লেক থেকে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে। এছাড়া অনেক আগে থেকেই কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা নিষিদ্ধ আছে। কিন্তু একটি চক্র নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় সময় কারেন্ট জাল ও রিং জাল দিয়ে মাছ শিকার করছে। এই অভিযোগের ভিত্তিতে কাপ্তাই জেটিঘাট থেকে বিলাইছড়ি পর্যন্ত লেকের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাপ্তাই লেক থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল এবং ৭টি রিং জাল জব্দ করা হয়। জব্দ করা জাল গুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে। পরে জব্দকৃত কারেন্ট জাল এবং রিং জাল সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো কারেন্ট জাল ব্যবহার না করার জন্য জেলেদের প্রতিও নির্দেশনা প্রদান করা হয়।