বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) আওতাধীন কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) থেকে খাদ্য অধিদপ্তর ১০ কোটি টাকার ডানেজ (কাঠের পাটাতন) ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এই ডানেজ ক্রয় করার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেনসহ ৫ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের একটি টিম সমপ্রতি কাপ্তাইস্থ লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) পরিদর্শন করেন।
এসময় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কমিটির সদস্যদের নিয়ে সমগ্র এলপিসি এলাকা ঘুরে দেখেন। কমিটি সরেজমিন কাঠের ডানেজ তৈরি প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। কমিটির সদস্যরা বিএফআইডিসির নিজস্ব বাগানের রাবার কাঠের ট্রিটমেন্ট সিজন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। পরিদর্শন কমিটির পরিচালক মো. তাজুল ইসলাম বলেন, প্রাথমিক পরিদর্শনে রাবার কাঠের তৈরি ডানেজের মান ভালো হবে বলে আমরা মনে করছি। তবে পরবর্তী সিদ্ধান্ত খাদ্য অধিদপ্তরে গিয়ে আলোচনা করে অচিরেই জানানো হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) কাপ্তাই ইউনিটের প্রধান তীর্থ জিৎ রায় বলেন, কমিটির সদস্যরা সরেজমিন এলপিসি পরিদর্শন করে আমাদের সক্ষমতা সম্পর্কে অবগত হয়েছেন। ১০ হাজার পিস ডানেজের ক্রয়াদেশ খুব সহসা পাওয়া যাবে বলেও আশা করছি। ডানেজ তৈরির যাবতীয় মালামাল আমাদের আছে। ক্রয়াদেশ পেলে ৩ মাসের মধ্যে ১০ হাজার পিস ডানেজ খাদ্য অধিদপ্তরকে সরবরাহ করা সম্ভব হবে বলেও তিনি জানান।