কাপ্তাই রাস্তার মাথা থেকে তিন যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ১০ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলোচান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডের দক্ষিণ মোহরা এলাকার মৃত সিরাজুল খানের ছেলে মোহাম্মদ বাদশা মিয়া (৪৬), একই এলাকার হামেদ হাসান খানের ছেলে মুনির উদ্দিন খান প্রকাশ তানিম (২৩) এবং ওই এলাকার নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম প্রকাশ তারেক (২৮)

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আজ (গতকাল) সকালে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিয়মিত মামলার আসামি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট পৌরসভায় বিএনপির শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধনবীন মেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ