কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির অজগর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:১৮ পূর্বাহ্ণ

বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধারের পর কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে অবমুক্ত করেছে বনবিভাগ। গতকাল সোমবার কাপ্তাই ব্যাটালিয়ন এলাকা সংলগ্ন বনাঞ্চল থেকে ৯ ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করা হয়েছিল।
সাপটির ওজন প্রায় ১৮ কেজি বলে জানা গেছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. রফিকুজ্জামান শাহর নির্দেশে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এস এম মাহবুব উল আলম সাপটি অবমুক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডে মতবিনিময়
পরবর্তী নিবন্ধপটিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত